দৃশ্যকল্প তৈরি করে বিভিন্ন ধরণের স্বল্প দৈর্ঘ্যের ছবি। সেই সব ছবি ইতিমধ্যেই সুনাম কুড়িয়েছে দেশে এবং বিদেশেও। ব্যাক গিয়ারে গাড়ি চালিয়ে জাতীয় রেকর্ড করেছেন দুর্গাপুরের সুনীত চক্রবর্তী। তাকে নিয়ে স্বল্প দৈর্ঘ্যের ছবি বানিয়েছে দৃশ্যকল্প। পলাশ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবির নাম পিছুটানে। পিছুটানে এ রাজ্যে বা দেশে তো বটেই প্রদর্শিত হয়েছে লন্ডনেও। কোচবিহারের বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজকর্মী হরিপদ পালের জীবন নিয়ে তৈরি হয়েছে নবজাগরণের পথিকৃৎ। এই ছবি সুনাম কুড়িয়েছে বাংলাদেশেও।

এছাড়াও বিভিন্ন সরকারী এবং বেসরকারী ক্ষেত্রে নানা বিষয়ের উপরে ডকুমেন্টারি বা শর্ট ফিল্ম তৈরি করে দৃশ্যকল্প।