গনগনি-বীরসিংহ-পাথরা ( জনপ্রতি ৩৭০০/- )

(প্রথম দিন) – কলকাতা থেকে রওনা দিয়ে কোলাঘাটে প্রাতরাশ। সেখান থেকে সোজা  পাথরা। কংসাবতী নদীর ধারে ছোট্ট সুন্দর গ্রামে ইতিউতি  ছড়িয়ে আছে বিভিন্ন মন্দির এবং প্রত্নতাত্বিক নিদর্শন। পাথরা  থেকে সটান মেদিনীপুরের গোপগড় বনবিতান। ছোট্ট টিলাকে ঘিরে সবুজ সুন্দর পরিবেশ। বিরাট রাজার প্রাসাদের ধ্বংসাবশেষ। মেদিনীপুরে মধ্যাহ্ন ভোজন সেরে সেখানে থেকে এবার আমরা যাব গড়বেতা। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনির অসাধারণ সৌন্দর্য দেখা পড়ন্ত বিকেলের মায়াবী আলোয়। রাত্রিবাস গড়বেতায়।

( দ্বিতীয় দিন ) –  ভোরবেলায় ফের গনগনি দেখে প্রাতরাশ সেরে সকাল সকাল রওনা দেব ক্ষীরপাই। প্রাচীন এবং বর্ধিষ্ণু এই শহরে নানা নিদর্শন দেখার পর চেখে দেখবেন বিখ্যাত মিষ্টি বাবরশা। সেখান থেকে গন্তব্য বীরসিংহ গ্রাম (বিদ্যাসাগরের বাড়ি)।বীরসিংহ থেকে পাড়ি দেব নাড়াজোল রাজবাড়ি। সেখান থেকে সামতাবেড় (রূপনারায়ণের ধারে শরৎচন্দ্রের বাড়ি), মাঝে ঘাটালে মধ্যাহ্ন ভোজন। গোধূলি আলোয় রূপনারায়ণের অপরূপ রূপের  সেই অপূর্ব অভিজ্ঞতাকে পাথেয় করে সন্ধেয় ফের কলকাতায় ফেরার পালা।

যোগাযোগ – 9830185464, 9434147524