বাংলা তথা গোটা দেশ জুড়েই রয়েছে অপার প্রাকৃতিক সৌন্দর্যের খনি। পাহাড়, সমুদ্র, নদী, বনানী, ছবির মত সাজানো গ্রাম, নানা প্রত্নতাত্বিক নিদর্শন। যার অধিকাংশটাই এখনও সাধারণ মানুষের জানা বা দেখার বাইরে। দৃশ্যকল্প হলিডে ট্রিপ বহুদিনের গবেষণা এবং পর্যবেক্ষণের পরে তালিকা তৈরি করেছে তেমন কিছু অচেনা বা স্বল্প চেনা ভ্রমণস্থলের। যার প্রাকৃতিক সৌন্দর্য বা ভ্রমণ গুরুত্ব অন্যদের চেয়ে কিছু কম নয়, কিন্তু অখ্যাত হওয়ার কারনে সেখানে এখনও জন সমাগম কম। ফলে প্রকৃত ভ্রমণ পিপাসুরা নির্বিঘ্নে, নিরিবিলিতে সেই সব পরিবেশে ঘুরতে পারেন, কাটাতে পারেন কয়েকটা দিন। এমনই নানান জায়গায় নিয়ে যায় দৃশ্যকল্প হলিডে ট্রিপ। সঙ্গে থাকেন দৃশ্যকল্পের প্রতিনিধিও, যিনি সর্বক্ষণ, সব রকম প্রয়োজনীয় বিষয়ে খেয়াল রাখেন পর্যটকদের। বিশেষ করে বয়স্ক এবং অসুস্থদের জন্য রয়েছে বিশেষ বন্দোবস্ত। শুধুমাত্র মহিলাদের ভ্রমণের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। দৃশ্যকল্পের তত্বাবধানে নির্ঝঞ্ঝাট ভ্রমণে খুশি থাকেন আবাল বৃদ্ধ বণিতা।

মনমোহিনী মৌশুনী

 

অচেনা বাঁকুড়া ( বরদি পাহাড়, ছেঁদাপাথর, ওড়গোঁদা, ঘাঘর, গোকুলনগর)

 

সারান্ডায় সারাক্ষণ ( কিরিবুরু, মেঘাহাতাবুরু, সারান্ডা, বরবিল )

 

সারাদিন সাগর পাড়ে ( হিজলী, হরিপুর, বগুড়ান জলপাই, দরিয়াপুর, বাঁকিপুট প্রভৃতি )

 

সীমান্ত সফর ( জলেশ্বর, গোপালনগর, বনগাঁ, পেট্রাপোল, ঠাকুরনগর, গোবরডাঙ্গা )

 

বিচিত্র বীরভূম (লাভপুর-হাঁসুলী বাঁক-সিউড়ী-ম্যাসানজোড়-মামা ভাগ্নে পাহাড়-জয়দেব)

 

ব্যতিক্রমী বর্ধমান ( চম্পক নগর, রণডিহা, গড় জঙ্গল, দেউল, সাত কাহনিয়া )

 

মোহময়ী মেদিনীপুর (গনগনি-বীরসিংহ-পাথরা-ক্ষীরপাই-গোপগড়-সামতাবেড়)

 

জঙ্গল মহলের জাদু (ঝাড়গ্রাম-মুকুটমণিপুর-বেলপাহাড়ি)

 

ভুত বাংলা সফর, পুরুলিয়া (অযোধ্যা-বাঘমুণ্ডি-মুরগুমা-দেউলঘাটা-বেগুনকোদর)

 

সিমিলিপাল অভয়ারণ্য

 

উৎকল বঙ্গ সফর (কাসাফল সৈকত, ওড়িশা)

 

 সুন্দরবন

 

চক্রধরপুর – চাইবাসা সফর ( ৩ রাত ৪ দিন)
বহুরূপে বিহারীনাথ (বিহারীনাথ-বড়ন্তি-গড়পঞ্চকোট-জয়চণ্ডী-শুশুনিয়া-গঙ্গাজলঘাঁটি)