সাতশো পাহাড়ের দেশে সারান্ডায় সারাক্ষণ ( ৩ রাত ৪ দিন ) ( জনপ্রতি ৮৫০০/-)

প্রথম দিন 
সকাল বেলা হাওড়া থেকে ট্রেনে রওনা। দুপুর ১ টা নাগাদ বরবিল পৌঁছে হোটেলে মধ্যাহ্ন ভোজন এবং বিশ্রাম। বিকেলে জঙ্গলের মাঝে জটেশ্বর মন্দির ও ঝর্না দর্শন। রাত্রিবাস বরবিলে। 
দ্বিতীয় দিন
প্রাতরাশ সেরে যাওয়া হবে সারান্ডা জঙ্গল ভ্রমণে। সারান্ডায় গজরাজ পয়েন্ট, থলকোবাদ এবং ভল্লুকের গুহা দেখা। এরপর কিরিবুরু, মেঘাতাবুরু দেখে, বিকেলে সানসেট পয়েন্টে সাতশো পাহাড়ের মাঝে সূর্যাস্ত দেখে ফেরা।
তৃতীয় দিন
পাচোরি ঝর্না দেখে কারো নদীর ধারে যাওয়া। সেখানেই মধ্যাহ্ন ভোজন সেরে যাওয়া হবে ঘন জঙ্গলের মধ্যে পুন্ডুল ঝর্না এবং নদীর দিকে। বিকেলে ফিরে আসা হোটেলে।
চতুর্থ দিন
প্রাতরাশ সেরে যাওয়া হবে ছোট্ট ট্রেকিং সেরে ঝিকরা ঝর্না দেখতে। ঝিকরা দেখে ফিরে আসা। হোটেলে মধ্যাহ্ন ভোজন সেরে বরবিল থেকে ট্রেন ধরা। রাত নটা নাগাদ পৌঁছনো কলকাতায়।

  • খরচ এসি ট্রেন ভাড়া সহ
  • জঙ্গলে ঢোকার খরচ আলাদা