বিচিত্র বীরভূম ১

প্রথম দিন

কলকাতা থেকে রওনা দিয়ে সোজা শান্তিনিকেতন। মাঝে শক্তিগড়ে প্রাতঃরাশ। শান্তিনিকেতন দর্শনের পর বিকেলে সটান সিউড়ী। 

দ্বিতীয় দিন

সকাল সকাল সিউড়ী থেকে আমাদের গন্তব্য ম্যাসাঞ্জোর। সবুজ পাহাড় এবং সুবিশাল জলাশয় ম্যাসাঞ্জোরকে অতুলনীয় রূপ দিয়েছে। সঙ্গে বাড়তি পাওনা রয়েছে চঞ্চলা ময়ূরাক্ষী নদীর স্বাভাবিক সৌন্দর্য।

ম্যাসাঞ্জোর থেকে আমরা চলে আসব ভাণ্ডির বন। ময়ূরাক্ষী নদীর ধারে সবুজে ঘেরা পরিবেশে রয়েছে ভান্ডিশ্বর শিব মন্দির। রয়েছে গোপাল জিউর মন্দিরও। অসাধারণ সুন্দর এই গ্রাম দেখে ফিরে আসব সিউড়ীতে। 

বিকেল নাগাদ যাওয়া হবে তিলপাড়া ব্যারেজে। বিকেলে তিলপাড়া জলাধারের নির্জনতাকে সঙ্গী করে সন্ধের অনাস্বাদিত ভালো লাগাকে চেটে পুটে উপভোগ।

রাত্রিবাস সিউড়ীতেই।  

 

তৃতীয় দিন

সকাল বেলা রওনা দিয়ে নীল নির্জন। বক্রেশ্বর নদীর উপরে নির্জন সুন্দর জলাধারটির সার্থক নাম নীল নির্জন।

সেখান থেকে আমাদের গন্তব্য দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড়। মামা ভাগ্নে পাহাড়ের অদ্ভুত সৌন্দর্য দেখার পর যাওয়া হবে হেতমপুরের রাজবাড়ি।

রাজবাড়ি চত্বর ঘুরে দেখার পর আমাদের গন্তব্য জয়দেব কেন্দুলি। গীতগোবিন্দের রচয়িতা কবি জয়দেবের স্মৃতি বিজড়িত জয়দেব দেখে রওনা কলকাতার দিকে। 

সন্ধের জলখাবার শক্তিগড়ে।