সাংবাদিকতা তথা সংবাদ মাধ্যমের বিভিন্ন ক্ষেত্রে পেশা এখন অত্যন্ত জনপ্রিয়। একমাত্র এই পেশাতেই আছে নাম, যশ, অর্থ, জনসেবা, দায়িত্ব, কর্তব্য এবং খ্যাতির সমন্বয়। সংবাদ মাধ্যমকে পেশা হিসেবে নিতে চান অনেকেই কিন্তু সঠিক দিশা না পেয়ে হারিয়ে যান অধিকাংশ শিক্ষার্থীই। সংবাদ মাধ্যমে চাকরিতে ইচ্ছুক শিক্ষার্থীদের সঠিক দিশা দেখাতে অগ্রণী ভূমিকা নিয়েছে দৃশ্যকল্প ইন্সটিটিউট অফ কো-কারিকুলার এক্টিভিটিস বা ডিআইসিএ। অতি সামান্য কোর্স ফি, শিক্ষার্থীর প্রতি অসামান্য দায়বদ্ধতা, বিভিন্ন ক্ষেত্রে সেরা শিক্ষক এবং চাকরির সুযোগ করে দেওয়ার জন্য ইতিমধ্যেই ডিআইসিএ নিজস্বতা তৈরি করতে সক্ষম হয়েছে। ডিআইসিএ-র কোর্সের পর চাকরি পাওয়ার হার ঈর্ষনীয়। এখানকার শিক্ষার্থীরা ইতিমধ্যেই চাকরি করছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। নির্দিষ্ট সময়ের ব্যবধানে চলছে বিভিন্ন কোর্সে ভর্তি।

কমবাইন্ড কোর্স ( অ্যাঙ্করিং, রিপোরটিং, ডেস্ক ম্যানেজমেন্ট, ক্যামেরা)