পথ চলা যখন শুরু হয়েছিল তখন অবেক্ষণ নাট্য সংস্থার অনেকেই ছিলেন ছাত্র বা ছাত্রী। নাট্যাভিনয়ের মাঝেই শিশু এবং কিশোর মনের স্বভাবধর্মী সৃজনশীলতার তাগিদে জন্ম হয়েছিল অবেক্ষণ পত্রিকার। প্রবল ভাবে পাশে দাঁড়িয়েছিলেন অভিভাবকেরাও। সালটা ছিল ১৯৯৪, অবেক্ষণ নাট্য সংস্থার কুশীলব এবং অসংখ্য শুভানুধ্যায়ীদের ঐকান্তিক প্রচেষ্টায় জন্ম নেয় অবেক্ষণ।

প্রথম দিকে বই আকারে প্রকাশিত হলেও পরে তা ওয়েব ম্যাগাজিনে রূপান্তরিত হয়। অবেক্ষণ পত্রিকায় রয়েছে বিভিন্ন বিভাগ। রয়েছে ভিডিও লিঙ্কও। অবেক্ষণের পাঠক সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। দেশের সীমা ছাড়িয়ে আমাদের পাঠক রয়েছেন বিদেশের নানা প্রান্তে। তাদের সুচিন্তিত মতামত এবং লেখনী আমাদের অন্যতম শক্তি।

অবেক্ষণ-এ লেখা পাঠাতে পারেন আপনারাও। আমাদের নির্দিষ্ট ই-মেলে অথবা ঠিকানায় লেখা পাঠান, মনোনিত হলে সেই লেখায় অবশ্যই সমৃদ্ধ হবে অবেক্ষণ। মতামত জানাতে পারেন মেল করে অথবা ফেসবুকের মাধ্যমেও। সঙ্গে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই এক লহমায় পড়া যাবে অবেক্ষণ পত্রিকা।

অবেক্ষণ পড়তে গেলে ক্লিক করুন এখানে –  http://www.abekshan.com