সারাদিন সাগর পাড়ে 

প্রথম দিন

কলকাতা থেকে রওনা দিয়ে সটান পৌঁছে যাওয়া হরিপুর সৈকতে। মাঝে কোলাঘাটে প্রাতরাশ। নির্জন সুন্দর লাল কাঁকড়াদের ভিড়ে ভরা সেই সৈকত থেকে আমরা যাব জুনপুটে। মধ্যাহ্ন ভোজনের পর আমাদের গন্তব্য বাঁকিপুট সৈকত। সেখান থেকে যাওয়া হবে দরিয়াপুর লাইট হাউজ এবং বঙ্কিমচন্দ্রের স্মৃতি জড়ানো কপালকুণ্ডলা মন্দির। রাত্রিবাস জুনপুট।

দ্বিতীয় দিন

সকাল সকাল আমাদের গন্তব্য আর এক নির্জন প্রায় অচেনা সৈকত বগুড়ান জলপাই। সেখানে কিছু সময় কাটিয়ে ফিরে আসা হোটেলে। প্রাতরাশ সেরে চলে যাব দেশপ্রাণ মৎস বন্দর দেখতে। তার পর যাওয়া হবে হিজলি শরিফ। গঙ্গা নদী এখানে সাগরের সঙ্গে মিশেছে। পাশেই এক টুকরো ম্যানগ্রোভের বন। অসাধারণ সুন্দর সেই হিজলী সৈকত দেখে হেঁটে যেতে পারেন পাশেই নির্জন নিজকসবা সৈকত দেখতে। এরপর হিজলী মসনদ ই আলার মাজার দেখে চলে যাওয়া হবে রসুলপুর নদীর মোহনায়। এবার ফেরার পালা। দুদিনের নানা সুখস্মৃতিকে জড়িয়ে নিয়ে ফিরে আসা কলকাতার দিকে।  

যোগাযোগ – 9830185464, 9434147524, 8240521580