জঙ্গলমহলের জাদু (  দিন) (  জনপ্রতি ৫৭০০/- )

প্রথম দিন

সকাল সকাল রওনা। গন্তব্য মুকুটমণিপুর। প্রাতরাশ পথে। মধ্যাহ্ন ভোজনের পর মুকুটমণিপুরে বিভিন্ন জায়গা ঘুরে দেখা।  রাত্রিবাস মুকুটমণিপুরেই।

দ্বিতীয় দিন   

প্রাতরাশ সেরে রওনা হব জঙ্গলমহলের দিকে ।

প্রথমে ঘন জঙ্গলের মাঝে সুতানের নৈসর্গিক সৌন্দর্য দেখে চলে আসা ঝিলিমিলির তালবেড়িয়া জলাধার দেখতে। সবুজ পাহাড়ের কোলে তালবেড়িয়া জলাধারের অসাধারণ সুন্দর পরিবেশ দেখে বেলপাহাড়ির দিকে রওনা।

এবার গন্তব্য কাকরাঝোর অথবা  লালজল( প্রাকৃতিক গুহা)।  লালজলের নির্জনতাকে সঙ্গী করেই যাওয়া গাড়রাসিনি পাহাড়ে।

সেখান থেকে যাওয়া হবে খাঁদারানি জলাধার দেখতে।  

মধ্যাহ্ন ভোজন সেরে যাব ঘাঘরা। জঙ্গলেঘেরা প্রকৃতির মাঝে আঁকাবাঁকা নদীর পাথুরে চলা এক দারুণ সৌন্দর্যের জন্ম দিয়েছে ঘাঘরায়।

সন্ধেয় ফিরে যাওয়া ঝাড়গ্রামে। রাত্রিবাস সেখানেই।

তৃতীয় দিন

সকালে প্রাতরাশ সেরে চলে যাওয়া চিল্কিগড় রাজ বাড়ি।

সেখান থেকে কনকদুর্গা মন্দিরে। ডুলুং নদীর ধারে ঘন জঙ্গলে ঘেরা পরিবেশে এই মন্দির। দেব ভক্তি এবং প্রকৃতিপ্রেম মিলেমিশে একাকার হয়ে যায় এখানে।

এবার ঝাড়গ্রামে ফিরে মধ্যাহ্ন ভোজন।

এবার গন্তব্য ঝাড়গ্রাম রাজবাড়ি।

 রাজবাড়ি দেখে রওনা  ঝাড়গ্রাম  প্রকৃতি বীক্ষণ কেন্দ্রের উদ্দেশে। সেখানে বেশ কিছু সময় কাটিয়ে রওনা ষ্টেশনের দিকে।

বিকেলে কলকাতা রওনা।

কলকাতা থেকে কলকাতা  (গোটা সফর গাড়িতে) 

বিদ্রঃ

  •  প্রবেশ স্থানের টিকিট মূল্য আলাদা।
  • দুর্যোগ বা দুর্ঘটনার কারনে সফর সূচির পরিবর্তন হতে পারে।